রাজনগর তারাপাশায় সুন্নী মহা সম্মেলন সম্পন্ন

আরিফুল ইসলাম, রাজনগর উপজেলা
গতকাল ১৮ ফেব্রুয়ারী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী তারাপাশা জালালিয়া হাফিজিয়া ও ইবতেদায়ী মাদ্রাসার ৩৩ তম সুন্নী মহা সম্মেলন সম্পন্ন হয়েছে।
জনাব প্রফেসর মোঃ আব্দুর রউফ এর আহ্বানে এবং হাফেজ আব্দুর রহিম ও আরিফুল ইসলাম এর সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের নির্বাহী মহাসচিব আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সংস্কৃতি বিষয়ক সচিব জননেতা মাওলানা সোলায়মান খান রাব্বানী, উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব পীর আলী নুরুল্লাহ শাহ, সাধারণ সম্পাদক কাজী কুতুব উদ্দীন,সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মুহিত হাসানী , বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা হারিছ আল কাদেরী, মাওলানা আবু সুফিয়ান, প্রমুখ।