সেনানী নিউজ চট্টগ্রামের প্রতিনিধি নিয়োগ সম্পন্ন

সেনানী ডেস্ক

আহলে সুন্নত ওয়াল জামাতের মূলধারার সংবাদ প্রচার ও প্রসারের লক্ষ্যে গঠিত অনলাইন সেনানী নিউজ পোর্টালের সারাদেশে প্রতিনিধি নিয়োগের ধারাবাহিকতায় আজ বিকাল ৫ টায় (সোমাবার) সেনানী নিউজ চট্টগ্রামের প্রতিনিধি সভা এশিয়ান হাউজিং সোসাইটির মাওলানা কাশেম ভবনস্থ নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়েছে।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনানী আইটি পার্কের চেয়ারম্যান মুহাম্মদ শফিউল বশর নঈমী,ডিরেক্টর মুহাম্মদ মিজানুর রহমান, সিইও মুহাম্মদ শামসুল আরেফিন খালেদ, সদস্য মুহাম্মদ জুনাইদ, আহমদ শাহ আদীল, মুহাম্মদ আরিফুল ইসলাম সাইফ প্রমুখ।

Back to top button
close