ইতিহাস

শেখ মুজিবকে ভোট দিলে ইসলাম থাকবে না -এমনটায় ছিল বায়তুল মোকাররমের খতিবের বাবার ফতোয়া

জাতির জনক বঙ্গবন্ধুর বিরুদ্ধে ফতোয়া দেয়া মুসলিম লীগ নেতা শামসুল হকের ছেলে হেফাজত ইসলাম নেতা মুফতি রুহুল আমিন এখন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব। খতিবের বাবার কর্মকাণ্ডের প্রমাণ মিলেছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতেই।

ইতোমধ্যে সরকার ও মুক্তিযুদ্ধের পক্ষের ইসলামী চিন্তাবিদরাও উদ্বেগের কথা জানিয়েছেন। বিভিন্ন  সোস্যাল মিডিয়ায়ও চলছে এই নিয়ে বিতর্ক।

 

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ২৫৬ নম্বর পাতায় জাতির জনক লিখেছেন,‘ গোপালগঞ্জে আমার নিজের ইউনিয়নে পূর্ব বাংলার এক বিখ্যাত আলেম মওলানা শামসুল হক সাহেব জন্মগ্রহণ করেছেন। আমি তাঁকে ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করতাম। তিনি ধর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রাখেন। আমার ধারণা ছিল, মওলানা সাহেব আমার বিরুদ্ধাচরণ করবেন না। কিন্তু এর মধ্যে তিনি মুসলিম লীগে যোগদান করলেন এবং আমার বিরুদ্ধে ইলেকশনে লেগে পড়লেন। ঐ অঞ্চলের মুসলমান জনসাধারণ তাকে খুবই ভক্তি করত। মওলানা সাহের ইউনিয়নের পর ইউনিয়নে স্পিডবোট নিয়ে ঘুরতে শুরু করলেন এবং এক ধর্ম সভা ডেকে ফতোয়া দিলেন আমার বিরুদ্ধে যে, ‘আমাকে ভোট দিলে ইসলাম থাকবে না, ধর্ম শেষ হয়ে যাবে’।’