চিঠিপত্র

বাবা-কুলুক

বাবা-কুলুক

নূর বিন আলী

ভোর হলো-

শীতকে ফাগুণ বিদায় জানালেও 

ভোরের কুয়াশা এখনো শীতের অনুভূতি জাগাচ্ছে।

রাত্রিবেলা ফ্যান চলেছে।

পূর্ব বাতায়ন দিয়ে আসা উত্তরীয়-

ঠান্ডা সমীরণে মাথা ভারী মনে হচ্ছে।

আমার খুশবু (মেয়ে) জেগে বি-বি বলে ডেকে-

বুকে আঁচড়ে পড়লো।

হালকা ঠান্ডার মাঝে উষ্ণতার পরম পরশে-

মন প্রফুল্ল হয়ে উঠলো।

বাইরে পানকৌডির ডাক আর কোকিলের কুহু রবের সাথে 

বাঁশ বাগানের শনশন আওয়াজ-

সকাল প্রকৃতি মোহ-মূর্চনার সূরে মোহিত করে গেলো।

হঠাৎ উষা রবির মোলায়েম আলো খুশবুর- 

গালে পড়তেই অধরে ফুটেলো ফুলক।

আমিও নকশীকাথাঁর আবডালে-

মুখলুকিয়ে বললাম, বাবা- কুলুক!

বাবা-মেয়ের এই দুষ্টুমি চলুক সকাল-বিকাল,

সবার খুশবুর জীবন কাঠুক আনন্দে চিরকাল।

 

জাতীয় শিশু দিবস উপলক্ষে সকল শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ ও নিরাপদ ধরণীর তরে উৎসর্গিত।

লেখক পরিচিতি- পিএইচডি গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সিনিয়র আরবী প্রভাষক, হাশিমপুর মকবুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসা, চন্দনাইশ, চট্টগ্রাম।