ছাত্রসেনা

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শমশেরনগর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন

আব্দুস সামাদ, কমলগঞ্জ

আজ শুক্রবার বিকেল ২ টায় সময় শমশেরনগর জনমিলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শমশশেরনগর ইউনিয়ন শাখার কাউন্সিল অধিবেশন’২১ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শমশেরনগর ইউনিয়ন শাখার সভাপতি এম মুহিবুর রহমান রাসেল এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আহমেদ রাজু এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত শমশেরনগর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজঃ মশাহিদ আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল মুহিত হাসানী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম.মুহিবুর রহমান মুহিব।

 

এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মোঃ ইজ্জাদুর রহমান সাজ্জাদ, প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের আহমদ জুবেল, বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ জুবায়ের আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি এম.এ.এম রাসেল মোস্তফা। গাউছিয়া কমিটি বাংলাদেশ কমলগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ সালেদুল ইসলাম।

 

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সাবেক সহ সভাপতি মোঃ দুরুদ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কমলগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাহমুদুল হক সুমন,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ রুমেল আহমদ খান,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মাহমুদ হাসান শিমুল,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কমলগঞ্জ উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক হাঃ মনিরুল ইসলাম ছাত্রসেনা জেলা শাখার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সামাদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

কাউন্সিল অধিবেশনে ৫ সদস্য নির্বাচন কমিশনের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শমশেরনগর ইউনিয়ন শাখার ২০২১-২০২২ সেশনের জন্য সভাপতি- মোঃ নুরুল ইসলাম মামুন, সাধারন সম্পাদক- আইমান হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক- মোঃ ওয়াশিম আলী কে করে ১০১ বিশিষ্ট কমিটি গঠন করে এবং অভিষেক অনুষ্ঠান করার জন্য বলা হয়। পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে কাউন্সিল অধিবেশন সমাপ্ত হয়।