ছাত্রসেনা

সমিতিরহাটে স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রসেনার আলোচনা সভা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও নবগঠিত প্যানেলের অভিষেক অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টা হতে সমিতিরহাট বাজারস্থ দলীয় কার্যালয়ে ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি মিজানুর রহমান মুন্না’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি মাস্টার খোরশেদুল আলম।

 

ইউনিয়ন ছাত্রসেনার সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম হামীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি নাজিম খাঁন মেম্বার,বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম. নজরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমিতিরহাট ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক তারেক আলম,বাংলাদেশ ইসলামী যুবসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবর, ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাবেক সভাপতি হাফেজ ফরহাদুল ইসলাম,ছাত্রসেনা সমিতিরহাট ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি মুহাম্মদ আলাউদ্দীন প্রমুখ; অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক নওশাদ হোসেন তুহিন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন- ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ আজ একটি বিশেষ গর্বের জায়গায় দাঁড়িয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শুধু আনুষ্ঠানিকতায় উদযাপন না করে মহান মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে গভীর দেশ প্রেমে উজ্জীবিত হয়ে সকলকে দেশ গড়ার কাজে নিজ নিজ অবস্থান থেকে আত্মনিয়োগ করতে হবে, তবেই স্বাধীনতা দিবসের আয়োজন সার্থকতা পাবে।’

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ নুরুন্নবী, নওশাদুল আলম, ইউসুফ রায়হান, সৈয়দ হান্নান শাহ্, রিয়াদুল ইসলাম, এমরানুল হক রনি প্রমুখ।

 

পরিশেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদগণের আত্নার মাগফেরাত কামনায় দু’আ, মিলাদ ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।