সংবাদ-বিজ্ঞপ্তি

ইসলামিক রিসার্চার বিল্ডআপ প্রজেক্ট’২১ এর আবেদন শুরু হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

ইসলামি বিভিন্ন বিষয়ে তুলনামূলক অনুসন্ধানপূর্বক তা জনসন্মুখে প্রকাশ এবং সেল্ফ ডেভেলপমেন্টের লক্ষ্যে ইসলামিক রিসার্চার বিল্ডআপ প্রজেক্ট’২১ চালু করতে যাচ্ছে আল-আরাবি রিসার্চ একাডেমি।

 

কোর্স বৈশিষ্ট্য:

১. কোর্সের স্থায়িত্ব ১২ মাস ব্যাপী।
২. সপ্তাহে ১টি করে স্ক্রিপ্ট রাইটিং, ট্রান্সলেটিং, ভিডিও মেকিং এন্ড ট্রেনিং।
৩. সব স্ক্রিপ্ট সম্পাদনা করে গ্রন্থাকারে প্রকাশ করা।
৪. আন্তর্জাতিক মানের ইসলামি কনফারেন্স আয়ােজন;
যাতে কোর্স সম্পাদনকারী বক্তা হিসেবে থাকবেন।

আরো যা যা থাকছে:

স্ক্রিপ্ট রাইটিং (বিষয়ভিত্তিক পর্বাকারে)
ট্রান্সলেশন (বিভিন্ন ভাষায়)।
ভিডিও মেকিং (স্টুডিওতে প্রশিক্ষণ সহকারে)।
বই প্রকাশ (সকল পর্বের স্ক্রিপ্টের সমন্বয়ে)।
ওয়েবসাইটে পাবলিশ।
ইসলামি স্কলার হিসেবে গড়ে তােলা।

যোগাযোগ ঠিকানা:

মোবাইল নং: 01521-222985, 01829-447979
E-mail: arabiresearchacademy@gmail.com
Facebook : Al-Arabi Research Academy.

আবেদন সংক্রান্ত তথ্য:

এই গুগল ফ্রমের মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হবে।

ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন

১. রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১০ এপ্রিল ২০২১
২. রেজিস্ট্রেশন ফি: ১০০ টাকা
৩. কোর্স ফি: মাসিক ১০০০ টাকা (মেয়াদ ১২ মাস)
৪. সাক্ষাৎকার: ১৫-২০ এপ্রিল’২১ (Confirm via SMS)
৫. আবেদন যােগ্যতা: ন্যুনতম ফাযিল/অনার্স অধ্যয়নরত;
*মাদ্রাসা হতে দাখিল উত্তীর্ণ হওয়া আবশ্যক।

মিডিয়া পার্টনার হিসেবে থাকবে:

সেনানী স্টুডিও, IslamiWiki, সেনানী পাবলিকেশন,
Senanishop.com