সংগঠন

চট্টগ্রাম ইপিজেড চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ইপিজেড থানা শাখার বিক্ষোভ ও মানববন্ধন

বন্দর প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মিডিয়া ব্যক্তিত্ব শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ.)’র ৭ম শাহাদাত বার্ষিকীতে খুনীদের শাস্তির দাবিতে ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র আওতাধীন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ইপিজেড থানা শাখার ব্যবস্থাপনায় গত (২৭ আগস্ট) জুমাবার বিকেল ২ টায় চট্টগ্রাম ইপিজেড চত্ত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ছাত্রসেনা ইপিজেড থানা শাখার সভাপতি মুহাম্মদ শামসুর রহমান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলমী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র সহ-সভাপতি মাওলানা ইউনুছ তৈয়্যবী যুক্তিবাদী। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বন্দর’র সহ-সভাপতি কাজী মুহাম্মদ হানিফ, মাওলানা গোলাম কাশেম রাব্বানি, মাওলানা সোহাইল উদ্দিন আনসারি, যুল-ইয়াক্বীন’র সাবেক সভাপতি রবিউল হাসান,ইসলামী ফ্রন্ট বন্দর’র আহবায়ক আব্দুল হাশেম, গাউসিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানার দপ্তর সম্পাদক মুহাম্মদ গোলাম তাহের, প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ’র দপ্তর সম্পাদক ছাত্রনেতা ইয়ার আহমদ জামশেদ।

মুহাম্মদ ইকরাম রেজার সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন যুল-ইয়াক্বীন ছাত্র কল্যাণ পরিষদ-বন্দর ‘র সংগ্রামী সভাপতি ছাত্রনেতা ইয়াকুব আলী শোয়েব, যুল-ইয়াক্বীন ছাত্র কল্যাণ পরিষদ-বন্দর ‘র সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীমুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জুবাইর হক, সহ-সমাজসেবা সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

বক্তারা বলেন, ফারুকী হত্যার ৭বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনো বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং ফারুকী হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা মাঠে থাকবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন।