ঢাকা

আ’লা হযরতের দর্শন ও গবেষণা শান্তিময় বিশ্ব গড়ার পাথেয়: আ‘লা হযরত কনফারেন্সে বক্তারা

প্রেস বিজ্ঞপ্তি

চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খান ব্রেরলবি (রাহ.) এর ১০৪ তম ওফাত বার্ষিকীতে আলা হযরত কনফারেন্সে একুশে পদকপ্রাপ্ত, পিএইচপির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মুহাম্মদ মিজানুর রহমানের স্বাগত ভাষণে তিনি বলেন- আলা হযরতের দর্শন ও গবেষণা জঙ্গিবাদ দমনে শান্তিময় বিশ্ব গড়ার পাথেয়। মানবতার মুক্তির জন্য আমরন কাজ করে অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন সঠিক রূপরেখা প্রদান করেছিলেন। ইসলামের মৌলিক বিষয়ের উপর যখনি আঘাত এসেছে তাৎক্ষণিক লেখনি ও বক্তব্যের মাধ্যমে , পুস্তক রচনা করে বাতিলের উপর কুঠারাঘাত করতে সময়ক্ষেপন করেননি।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর’২২) রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইমামে আযম ও আলা হযরত গবেষণা পরিষদ কর্তৃক জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আ’লা হযরত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদীস কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী বলেন- বর্তমান ইসলাম শিক্ষা একটি অপরিহার্য বিষয় হয়ে দাড়িয়েছে। ইসলামের সঠিক শিক্ষা না থাকায় মুসলিম পরিবারে জন্ম নেওয়া ছেলে-মেয়েরা জঙ্গি কার্যকলাপে জড়িয়ে পড়ছে। বিদেশ থেকে আমদানী করা নব্য ফেরকা এসব ধ্বংসের জন্য অনেকাংশে দায়ী। কঠিন এই সময়ে আ’লা হযরতের মত মহা-মনীষীর পথ ও জীবন-কর্ম অনুস্মরণ বাতিল চিহ্নিত ও জঙ্গিবাদকে কবর রচনা করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। ইসলামের সুমীয় বাণী যেভাবে আ’লা হযরত প্রতিটি রন্দ্রে রন্দ্রে পৌঁছিয়ে সারা বিশ্বে মানবতার হৃদয়ে স্থান করে নিয়েছেন তা আমাদেরকেও অনুস্মরণ করে নিজেকে একজন মানবতাবাদী হিসাবে গড়ে তোলা সম্ভব হবে।

সংগঠনে আহ্বায়ক উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হকের উপস্থাপনায় আলোচনা করেন হাফেজ এহসান ইকবাল কাদেরী (শ্রীলংকা), ড. মেহমদ কপিল (তুরস্ক), ড. সুজাত আলী কাদেরী (ভারত), মাওলানা সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ মুদাসসির আশরাফী (ভারত), ড. আফজাল হোসেন, ড. মাহবুবুর রহমান, ড. মোহাম্মদ আবদুল অদুদ, মুফতি মাহমুদুল হাসান কাদেরী, মুফতি হাফেজ মুনিরুজ্জামান কাদেরী, পীর আবদুর রহিম আব্বাসী, পীরজাদা মোহাম্মদ আলী পেশোয়ারী, ড. মাসুম বাকি বিল্লাহ, এডভোকেট মাহবুব উল আলম আশরাফী, অধ্যাপক রিদওয়ান আশরাফী, আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম, ড. মাওলানা হাফিজুর রহমান, ম ম ম জিলানী, মাওলানা ছোলাইমান খান রাব্বানী, আলহাজ্ব আবদুল মালেক বুলবুল, ড. মুহাম্মদ নাসির উদ্দীন, পীর মাওলানা ওয়ালী উল্লাহ আশেকী, মুহাম্মদ আবদুল হাকিম, এডভোকেট হেলাল উদ্দিন, সাইফুদ্দীন আহমদ কাজী জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী, এডভোকেট মুহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল, মাওলানা ইকরাম হুসাইন, পীরজাদা মাহবুব উল্লাহ হামিদী, এডভোকেট ইকবাল হাসান, মাওলানা নাজমুস সাদাত ফয়েজী, মাওলানা জালাল উদ্দীন আহমদ আখঞ্জী, পীরজাদা এহসানুল হক বারী জিহাদী, অধ্যক্ষ আবুল হোসেন, অধ্যাপক নুরুল আলম, মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন, সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী, অধ্যক্ষ আবদুস সাত্তার, আলহাজ্ব মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আবুল কাশেম, মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ আবু হানিফ, মোহাম্মদ হোসেন, অধ্যক্ষ ডা. এস.এম সরওয়ার, মাওলানা তৌহিদুর রহমান, কাজী মুহাম্মদ জসিম উদ্দীন সিদ্দীকি, অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসা, মাওলানা সিদ্দিকুর রহমান সরকার, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, অধ্যক্ষ হাবিবুর রহমান, কাজী মোবারক হোসাইন ফরায়েজী, মুফতি মাহমুদুর রহমান চিশতী, সৈয়দ মুহাম্মদ মাঈনুদ্দীন হেলাল, মুফতি শহীদুল্লাহ্ জিহাদী, এডভোকেট নুরুল হুদা আনছারী, শাহেদুল আলম চৌধুরী, হাফিজ আহমদ শাফি, মুফতি ইয়াকুব হোসাইন আলকাদেরী, মাওলানা হাফেজ মুঈন উদ্দিন, মুহাম্মদ আওলাদ হোসেন, মোস্তাক আহমদ আশরাফী, মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি, অধ্যক্ষ জসিম উদ্দিন, মাওলানা মুঈন উদ্দিন আল কাদেরী, মারুফ বিল্লাহ আশেকী, মুহাম্মদ হারুনুর রশিদ মজুমদার, সহকারী অধ্যাপক মামুনুর রশিদ, মুফতি ইদ্রিস হুসাইন,অধ্যক্ষ আহমদ আলী হেলালী, ইঞ্জিনিয়ার শামসুজ্জামান কাজল, সিরাজুল ইসলাম মনির, মাওলানা মিজানুর রহমান, মারুফ বিল্লাহ আশেকী, মাওলানা আব্বাস উদ্দিন, খন্দকার মোবারক হোসাইন, এডভোকেট সাইফুল ইসলাম সাইফ, মোহাম্মদ নিজাৃম উদ্দিন প্রধান, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আবু রায়হান সাবেরি, মোহাম্মদ মাসউদ হোসাইন, রেহানে মুস্তফা প্রমুখ।

 

শেষে মিলাদ-কিয়াম ও দেশ ও জাতির কল্যাণ কামমা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।