প্রবন্ধ

নারী পুরুষের নিষিদ্ধ পােশাক

নারী ও পুরুষের জন্য নিষিদ্ধ পােশাকঃ

নারী ও পুরষের জন্য নিষিদ্ধ পােশাকসমূহ নিচে দেওয়া হলাে-

১| পুরুষের জন্য নিষিদ্ধ পােশাকঃ

১. পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান করা। কেননা হাদিস শরীফে এসেছে-

أنما يلبس الحرير فى الدنيا من خلاق له فى الاخرة

২.অহংকারবশত পুরুষগণ পায়ের গিরার নিচে কাপড় পরিধান করা। কেননা হাদিস শরীফে এসেছে-

من جر ثوبه من مخيلة لم ينظر الله إليه يوم القيامة

৩. পুরুষরা মহিলাদের মতাে পােশাক পরিধান করা
কেননা হাদিস শরীফে মহানবী (দ.) বলেছেন-

لعن الله المشبهات من الرجال بالنساء

২| মহিলাদের জন্য নিষিদ্ধ পােশাকঃ

১. মহিলাদের এমন পােশাক পরিধান করা, যা পর পুরুষদেরকে আকর্ষণ করে।

২. মহিলাগণ পুরুষের অনুরূপ কাপড় পরিধান করা।

৩.বর্তমানে প্রচলিত বিভিন্ন বিজাতীয় সংস্কৃতির যৌনউত্তেজক পােশাক পরিধান করা।

৩| নারী পুরুষ উভয়ের নিষিদ্ধ পােশাকঃ

১. সতর পরিদৃষ্ট হয় এমন পােশাক পরিধান করা।

২. অশালীন ও কুরুচিপূর্ণ পােশাক পরিধান করা।

৩. অত্যন্ত আঁটসাঁট পােশাক পরিধান করা। যেমন হাদিস শরীফে এসেছে-
نهى النبى صلى الله عليه وسلم عن اشتمال الصماء والاحتباء

৪. বিজাতীয় পােশাক পরিধান করা। কেননা হাদিস শরীফে এসেছে-
من تشبه بقوم فهو منهم

৫. এমন কাপড় পরিধান করা যাতে শরীরের সকল অঙ্গ আন্দাজ করা যায়।