আহলে-সুন্নাত-ওয়াল-জামাআত

মহানবী ﷺ সম্পর্কে অবমাননাকর মন্তব্য ১৮০কোটি মুসলমানদের চেতনার উপর চরম আঘাত

বাঁশখালী প্রতিনিধি

বিক্ষোভ সমাবেশে বাঁশখালী উপজেলা নেতৃবৃন্দ 

 

মহানবী হজরত মুহাম্মদ (ﷺ) ও হজরত আয়েশা সিদ্দিকা (রা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা ও বাঁশখালী উপজেলার সর্বস্তরের মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিক্ষোভ মিছিল উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। 

 

নেতৃবৃন্দ ভারতে মহানবী ﷺ ও হজরত আয়েশা সিদ্দিকা(রা.)কে নিয়ে অবমাননার প্রতিবাদে অবিলম্বে জাতীয় সংসদে তীব্র নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানিয়েছেন। 

 

নেতৃবৃন্দ বলেন, মহানবী ﷺ ও হজরত আয়েশা (রা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের ১৮০কোটি মুসলমানের কলিজায় আঘাত করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইতিমধ্যে বিশ্ব মুসলিম দেশগুলো ওআইসি(OIC) আরবলীগ,আরব দেশগুলো সহ বহির্বিশ্বের সমালোচনা ঝড় ও নিন্দা বয়ে গেলেও বাংলাদেশ ৯০শতাংশের বেশি মুসলিম সরকারের পক্ষে চুপচাপ ভূমিকা বাংলার মুসলমানদের মনে ক্ষত সৃষ্টি করেছে। সরকার যদি নিন্দা না জানায় শীঘ্রই জনমত সৃষ্টি করে এর জবাব দিবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারি দেন।

 

সেনানেতা মুহাম্মদ সাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জমির উদ্দীন নেছারী, জননেতা ফরিদ আহমদ জিহাদী, সহ- সভাপতি মাওলানা আব্দুর রহিম সিরাজী,সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ মুনিরুল ইসলাম আশরাফী, সাংগঠনিক সচিব মাওলানা নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আশেকুর রহমান, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান।হাফেজ মাওলানা শওকত আলী, মাওলানা জাকের উল্লাহ, মাওলানা ওয়াহেদুর রহমান আল কাদেরী, কাশেম বিন আলী, হাবিবুর রহমান, প্রফেসর রায়হান উদ্দীন, যুবনেতা এডভোকেট মহিউদ্দিন চৌধুরী,যুবনেতা খাইরুল বশর, ফখরুদ্দীন, আরিফুল ইসলাম, রিদুয়ানুল হক্ব সিদ্দিকী, ছাত্রসেনা দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক খোরশেদ হাসেমী,উপজেলা দক্ষিণ সাধারণ সম্পাদক কাজেম রেজা, ইমতিয়াজ উদ্দীন, জাহেদুল ইসলাম, শহীদ রেজা, জাহাঙ্গীরুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহীম প্রমুখ।