আন্তর্জাতিক

পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ.) উদযাপন উপলক্ষে কাতার প্রবাসীদের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

মিজানুর রহমান মুন্না, নিজস্ব প্রতিবেদক

গতকাল শুক্রবার বাদে মাগরিব রাজধানী দোহাস্থ নাজমা সুন্দরবন রেষ্টুরেন্ট এর হলরুমে কাতার প্রবাসী সুন্নী জনতার ব্যবস্থাপনায় মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক জননেতা সৈয়দ মোহাম্মদ আজম এর সভাপতিত্বে ও সদস্য সচিব যুবনেতা মুহাম্মদ জসীম উদ্দীন তৈয়্যবীর পরিচালনায় পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল’২১ অনুষ্টিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক বিশিষ্ট সংগঠক ও রাজনীতিবীদ জননেতা সৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কাতার কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি জনাব এস এম জসিম উদ্দিন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কাতার কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালেক মানিক, রাউজান সমিতি কাতার এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ীও সংগঠক জনাব মো: মোহসিন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক জনাব মোহাম্মদ ছরওয়ার আলম, সমিতির হাট প্রবাসী পরিষদের সভাপতি জনাব মো: বখতেয়ার উদ্দিন চৌধুরী, জনাব মো রিদোয়ানুল হক শাহ্ মাইজভান্ডারী, ধলই প্রবাসী পরিষদ কাতার এর সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ সাজ্জাদুল হক আরফান, জনাব মোহাম্মদ জানে আলম,বিশিষ্ট ব্যবসায়ী সংগঠক ও সাবেক সেনা নেতা জনাব মোহাম্মদ ফারুকে আজম, সাবেক ছাত্রনেতা জনাব এস এম ফরহাদ উদ্দিন, সাবেক ছাত্রনেতা এস এম ফরমান উদ্দিন, সাবেক ছাত্রনেতা এ কে এম পাভেল, মোহাম্মদ পেয়ারুল ইসলাম, মো: তারিকুল ইসলাম, মোহাম্মদ রিপন পাটোয়ারী, আবু তৈয়ব সুমন, মোহাম্মদ মোহসিন, মোহাম্মদ টিপু প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন- সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (দ.)উদযাপন করা সকল মুমিন মুসলমানের উপর ওয়াজিব কেননা প্রিয় নবীজি (দ.) এর শুভাগমন শুধু মুসলমানদের জন্য নয় সমগ্র কুল কায়েনাতের জন্য রহমত।

সেদিন আল্লাহ তায়ালা তার প্রিয় হাবীব ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কে এই ধরাধামে প্রেরণ করে একটি কুসংস্কারাচ্ছন্ন ও অন্দ্ধকার যুগ থেকে সমগ্র মানবজাতিকে আলোর পথে নিয়ে এসে তিনি বড়ই এহসান করেছেন।

সভায় বক্তারা ব্যক্তি পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রিয় নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে একটি সুন্দর সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই ইসলামের সঠিক পথ ও মত আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মতাদর্শ ভিত্তিক সাংগঠনিক ভাবে এগিয়ে আসার জন্য সর্বস্তরের সুন্নী জনতার প্রতি উদ্ধাত্ত আহ্বান জানান।