প্রবন্ধ

পুণ্যমাহিনা, তোমায় স্বাগতম!

মুহাম্মদ আবদুল করিম

মহিমান্বিত মাহে রমজান। ইসলামি পঞ্জিকার নবম মাস। আজ নতুন চাঁদের চিকনফালির হাসি। মুসলিম জাহানে ফিরে এলো চেতনার প্রেরণা। এসেছে পূণ্যমানসে কল্যাণ কামনার মনোজ্ঞ ক্ষণচর। রহমত, মাগফিরাত আর নাজাতের অর্ঘ্যপাত্র নিয়ে আমাদের আবদ্ধ হৃদয়ের দ্বারপ্রান্তে মাহে রমজান। প্রাণবন্ত স্বর্গীয় রূপচেহারায় সত্যের অমোঘ বাণীর অনুরণশীল এ মাস ভাগ্যরেখায় পাওয়া নিতান্ত সৌভাগ্যের। প্রাণোচ্ছল চিত্তে হৃদয়ের দ্বার খোলে পুণ্যেভরা এ মাহিনাকে বলি- মারহাবা, স্বাগতম, হে মাহে রমজান!

পূণ্যময় এ মাসের অভ্যর্থনার কত আয়োজন, কত উচ্চাশা। শা‘বানের সায়াহ্নসন্ধ্যায় উৎসুক দৃষ্টি খোঁজে চাঁদেরকণা রক্তিম আকাশের প্রান্তে। মনে করিয়ে দেয় মরুদুলাল রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার অমীয় বাণী ‘‘সূ-মূ লিরূ ইয়াতিহি’’। প্রাণেপ্রাণে জেগে উঠে সিয়ামসাধনার মহোৎসব।

হরেক ইবাদতের সমারোহ নিয়ে এ মহিমান্বিত মাহিনার আগমন। পাপ-কল্মষকে ফেরায় পূণ্যের পথে। নেকির পথচলা শেখায় বিপথগামী মলিনাত্মাকে। কঠোর হৃদয়ে আনে আল্লাহ-ভীতি। আয়োজন হয় অকৃত্রিম আরাধনা-সাধনার। বহুবিধ বন্দেগির পসরা বসে ঘরেঘরে। রূপ নেয় ভিন্নাঙিকে ভিন্ন পরিবেশ। ইবাদতের পাতা-পল্লবে সাজে মুমিনের ইমান-বৃক্ষ। তাই এ মাসের অধীরাগ্রহে থাকে করুণাপ্রত্যাশী খোদাভীরু অন্তরাত্মাগুলো। যেন প্রতীক্ষার চাতক।

রহমতে ইলাহির স্নিগ্ধ প্রস্রবণ প্রবাহিত মাহে রমজানে। ইবনুল জাওযি রাহমাতুল্লাহি আলাইহি তাঁর ‘বুসতানুল ওয়াইযিন’ নামক গ্রন্থে বলেন, যেভাবে আল্লাহর নবি হযরত ইয়াকুব আলাইহিস সালাম-এর বারোজন পুত্র সন্তানের মধ্যে সায়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন, তেমনি বছরের বারো মাসের মধ্যে পবিত্র রমজানুল মুবারক মহিয়ান আল্লাহর নিকট অতি প্রিয়। রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের বদৌলতে যেভাবে তাঁর এগারো ভাইকে ক্ষমা প্রদর্শন করেছেন, অনুরূপভাবে মাহে রমজানের বরকতে রব্বে কায়েনাত বাকী এগারো মাসের গুনাহসমূহও মিটিয়ে দেন। [নুযহাতুল মাজালিস]

কাঠফাটা গ্রীষ্মের খরা-রৌদ্রস্নাতে প্রকৃতি চৌচির, নিষ্প্রাণ ও একান্ত অবসন্নময়। খরাতাপের তাণ্ডব শেষে মেঘের ঘনঘটা। নেমে আসে করুণার বারিধারা। অবসান কেটে রূপ নেয় প্রসন্ন সজীবতায়। ঠিক তেমনি সাধনার দীর্ঘবিরাম শেষে মুসলিমমানসে উদ্রেক হয় ইবাদত-বন্দেগির। ধর্মীয় আচার-আচরণে এক ঐশ্বরিক দৃষ্টিগোচর। অপার করুণার বহর নিয়ে আগন্তুক হে মাহে রমজান, তোমায় স্বাগতসম্ভাষণ!