গাউসিয়া কমিটি কদলপুর ইউনিয়ন শাখার ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন

কায়েছ উদ্দিন, রাউজান

গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় করোনাকালীন সময়ে ফ্রি অক্সিজেন, অক্সিমিটার, নেবুলাইজার সেবা কার্যক্রম আজ (১৪ই আগস্ট) শনিবার কদলপুর খানকাহ-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

এতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক (রাদিয়াল্লাহু আনহু), খাজা আবদূর রহমান চৌহরভী (রাহঃ), হযরত সৈয়্যদ আহম্মদ শাহ সিরিকোটি (রাহঃ) ও কুতুবুল আউলিয়া গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা গাউসে জামান হযরত ছৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রাহঃ) এর সালানা ওরশ ও গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন শাখার ২০২১-২০২৩ সেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদলপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব তসলিম উদ্দিন চৌধুরী।

গাউসিয়া কমিটি বাংলাদেশ কদলপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইলিয়াস নূরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা খোরশেদুল আলম এর পরিচালনায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা(উত্তর) এর সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী।

এতে আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা(উত্তর) গাউসিয়া কমিটির অর্থ-সম্পাদক কে.এম আবু তাহের, আনজুমানে খোদ্দামুল মুসলেমিন ইউ.এ.ই কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি আল্লামা সৈয়দ মুহাম্মদ বেলাল আলকাদেরী, মাওলানা ছৈয়্যদ মফিজুল হোক আলকাদেরী, মুহাম্মদ জসিম উদ্দিন, খানকানাবাদ ইউনিট শাখার সভাপতি ছৈয়্যদ জাহাঙ্গীর আলম, অত্র ইউনিয়ন শাখার সি.সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সবুর, সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দিন আলকাদেরী, মাওলানা মারুফ উদ্দীন, মাওলানা এমরান হোসেন মাসুম, মাওলানা হাফেজ মাহাবুব আলকাদেরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হোসাইন সুমন,

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আবু ছৈয়দ, মুহাম্মদ হামিদুল ইসলাম, কাজী শওকত উদ্দীন, আরমান উদ্দীন শাহ, আবদুর সাত্তার, ইয়াছিন আরফাত, আরিফুল ইসলাম টিপু, আরেফিন চৌধুরী, কায়সার পারভেজ চৌধুরী, রবিউল হোসেন শাহ, মুহম্মদ এহসান কাদের, মোহাম্মদ এহসান, জিয়াউদ্দিন শিহাব, মহিউদ্দীন চৌধুরী, ইসমাইল হোসেন জিসানসহ কদলপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button
close