ছাত্রসেনা হাটহাজারী সরকারি কলেজ শাখার ঈদ পুনর্মিলনী সম্পন্ন
মিজানুর রহমান মুন্না, নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাটহাজারী সরকারি কলেজ শাখার আয়োজনে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান আজ সকালে দলীয় কার্যালয়ে কলেজ ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা মঈনুল ইসলাম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক জননেতা সেকান্দর মিয়া, উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাটহাজারী পৌরসভার সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আলক্বাদেরী।
কলেজ ছাত্রসেনার নেতা নুর উদ্দীন সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবসেনা হাটহাজারী পৌরসভার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রুবেল, ছাত্রসেনা হাটহাজারী সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মুহাম্মদ শফিউল আলম, ছাত্রসেনা হাটহাজারী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মির্জাপুরী, ছাত্রসেনা হাটহাজারী পৌরসভার সাবেক সভাপতি সাহেদুল আলম, ছাত্রসেনা হাটহাজারী পৌরসভার সভাপতি মুহাম্মদ আলী আকবর,ছাত্রসেনা হাটহাজারী সরকারি কলেজ শাখার সাবেক অর্থ সম্পাদক মিজানুর রহমান মুন্না, ছাত্রসেনা ধলই ইউনিয়ন শাখার সভাপতি সোহেল চৌধুরী প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, মুহাম্মদ ইকবাল, শাখাওয়াত হোসেন, মুহাম্মদ মিফতাহ,শাফিন মুন্তাসির, মুহাম্মদ রিফাত প্রমুখ।