বাংলাদেশ-ইসলামী-ফ্রন্ট

অবিলম্বে ডিজেল-কেরোসিনের ঘোষিত মূল্য সরকারকে প্রত্যাহারের জোর দাবি ইসলামী ফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক

ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান জননেতা আল্লামা এম এ মান্নান ও মহাসচিব জননেতা এম এ মতিন।

দলের দপ্তর সচিব স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, হঠাৎ করে ডিজেল-কেরোসিন ও এলজিপির দাম বৃদ্ধি করে জনগণকে একটি নারকিয় অবস্থায় নিক্ষেপ করেছে সরকার। এ ধরনের মূল্য বৃদ্ধি জনগণের সাথে তামাসা ছাড়া আর কিছুই নয়। সবচেয়ে বেশি ব্যবহার্য জ্বালানি  ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে বাস,ট্র্যাক,ট্রলি- ট্রেইলরসহ বৃহৎ পরিবহন গুলোর পরিবহন ব্যয় অনেক বেড়ে যাবে। ফলে এই আকাশচুম্বী দ্রব্য মূল্য বিরামহীনভাবে জনগণের নাগালের বাইরে চলে যাবে।

 

নেতৃবৃন্দ আরও বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির অজুহাতে এই অঘটন ঘটিয়ে সরকার জনবিচ্ছিন্ন  হয়ে পড়েছে। দীর্ঘ চার বছরের বেশি সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের মূল্য অনেক কম থাকা সত্বেও সরকার এক পয়সাও মূল্য কমায়নি। অবিলম্বে সরকারকে ঘোষিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানান তারা।