চট্টগ্রাম

প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুফতি ইদ্রিস রেজভী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

মোহাম্মদ আরিফুল ইসলাম, বোয়ালখালী

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদরাসার প্রতিষ্ঠাতা, ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের সম্মানিত সাবেক খতীব, এদেশের সুন্নি মুসলমানদের অন্যতম অভিভাবক, নায়েবে আ’লা হযরত, পীরে তরিকত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রবীন আলেমেদ্বীন,অধ্যক্ষ আল্লামা মুফতি ইদ্রিস রেজভী হুজুর গতকাল (২৩শে জুলাই) শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হলে উনাকে নগরীর ডেলটা হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে বোয়ালখালীর চরণদ্বীপে হুজুরের গ্রামের বাড়ীতে হুজুরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হুজুরকে গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী শাখার অ্যাম্বুলেন্সের সহায়তায় চট্টগ্রাম শহরে নিয়ে আসা হয়।

বর্তমানে তিনি নগরীর ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসময় তাৎক্ষণিক হুজুরকে দেখতে হাসপাতালে ছুটে যান গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, করোনায় কাফন-দাফন টিমের প্রধান সম্বনয়ক এডভোকেট আলহাজ্ব মোসাহেব উদ্দীন বখতেয়ার।

এসময় আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক শেখ মুহাম্মদ সালাউদ্দিন, গাউসিয়া কমিটি বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক এস এম মমতাজুল ইসলাম সহ আরো অনেকে।

উনারা হুজুরের সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।