পটিয়ায় সুষ্ঠু বিনোদন কেন্দ্রের দাবিতে ফুটন্ত ফুলের আসরের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

পটিয়াতে বিনোদন কেন্দ্রের দাবিতে আজ (শুক্রবার) পটিয়া থানার মোড় চত্বরে ফুটন্ত ফুলের আসর পটিয়ার মানববন্ধন সংগঠনের সমন্বয়ক এম নাজমুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

পরিচালক এম. শাহ্ জুয়েল সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান কাজী মুহাম্মদ সোলাইমান চৌধুরী, উদ্বোধক ছিলেন পটিয়া সেন্ট্রাল হাসপাতালের পরিচালক (প্রসাশন ও মানবসম্পদ) মুহাম্মদ জসিম উদ্দিন, প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা কাজী মুহাম্মদ আরাফাত, বিশেষ অতিথি ছিলেন শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পটিয়া উপজেলা পূর্ব ও পৌর জোনের পরিচালক নজরুল ইসলাম শওকত, পটিয়া সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ইফতেখার হোসাইন মিশু।

এসময় বক্তারা বলেন, পটিয়া তৎকালীন মহকুমা ও চলমান সময়ে চট্টগ্রামের অন্যতম উপশহর। সুষ্ঠু বিনোদন কেন্দ্রের অভাবে ও প্রযুক্তির অপব্যবহারের ফলে আজকের শিশুদের জীবন পাবজিসহ নানান অনলাইন গেইম নির্ভর হয়ে গেছে। প্রাপ্ত বয়স্করাও সুস্থ জীবনযাপনে বাধা পাচ্ছে৷ তাই পটিয়ার শিশু ও সকলের সুস্থ জীবনযাপন নিশ্চিতে একটি বিনোদন কেন্দ্র নির্মাণ সময়ের দাবি।

এসময় আরও বক্তব্য রাখেন ফুটন্ত ফুলের পরিচালক আমান উল্লাহ কবির, অভিযাত্রিক ব্লাড ব্যাংকের সাবেক পরিচালক জুনাইদুল ইসলাম, আলোর সহ সাংগঠনিক সম্পাদক মোকাররম আলী রিজওয়ান, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামিম আব্দুল্লাহ, আব্দুল আলিম, শাহরিয়ার মুনতাসীর, ইয়াসিন আরাফাত আসিফ, জাবেদুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আহসান হাবীব, আশিক চৌধুরী, শাহাদাত হোসেন, শেখ রুবাইত, নাইমুল হক প্রমুখ।

Related Articles

Back to top button
close