মহানবী (দ.)’র শানে কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতা কুলাঙ্গার নূপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক হযরত মুহাম্মদ (দ.) এর শানে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে গতকাল (শুক্রবার) নগরীর ২নং গেইট এলাকা থেকে শুরু করে ওয়াসা সংলগ্ন জমিয়াতুল ফালাহ পর্যন্ত চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের সাধারণ শিক্ষার্থী, সরকারি সিটি কলেজের সাধারণ শিক্ষার্থী, মহসিন কলেজের সাধারণ শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি মডেল কলেজের সাধারণ শিক্ষার্থী, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের সাধারণ শিক্ষার্থী।

এতে কলেজ প্রতিনিধি এস.এম রিদওয়ানুর রহমান (সরকারি সিটি কলেজ), মোহাম্মদ সাদমান সাইফ (কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ), এস এম ইব্রাহিম সিয়াম(হাজী মুহাম্মদ মহসিন কলেজ), এস.এম সুলতানুল আশেকীন ফাইয়াজ (চট্টগ্রাম কলেজ), মোহাম্মদ হাছিব উদ্দিন (চট্টগ্রাম সরকারি মডেল কলেজ), মোহাম্মদ আবু আফতাব (চট্টগ্রাম সরকারি মডেল কলেজ) প্রমুখ তাদের মূল্যবান বক্তব্য রাখেন।

আরও উপস্থিত ছিলেন এস.এম সুলতান, মেহরাজ উদ্দিন, জিহাদুল কাওসার, আরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ আরমান হোসেন, তাজবীর আলম, এস.এম শিহাব, মহিউদ্দিন অভি, রাগীব শাহরিয়ার, হাসান আল মাহমুদ আবির, মোহাম্মদ সাজিদ হাসান, ফাহাদ হোসাইন, সাদমান হোসাইন ফাহিম, হাসিব রিফাত, মুবাশ্বির হুজাইফা, মাহফুজ, সামি, আসরার অমি, ইরফানুল আজম প্রমুখ।

Related Articles

Back to top button
close