সার্কের রাউজান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
কায়েছ উদ্দীন, রাউজান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন রাউজান উপজেলার উদ্যোগে আজ সোমবার সকাল ১১টায় রাউজান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দো’আ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন রাউজান উপজেলার সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, সহ-সভাপতি কে.এম আজাদ রানা, সহ সভাপতি সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি সৈয়দ মুহাম্মাদ এহেসান কাদের, সাধারণ সম্পাদক মোঃ এ.আর রাশেদ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক সাহেদ হাসান রেজা কাদেরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কায়েছ উদ্দীন, মোঃ মিজানুর রহমান, জসিম উদ্দিন আরিয়ান, এফ সংঘপাল ভিক্ষু, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ সাগর, মোঃ মোরশেদুল আলম, ইফতেকার হোসেন, ফরহাদ, সাইফ, ইমরান, ফয়সাল, সুলতান প্রমুখ।