চিঠিপত্র

বিদায় রমজান | মুহাম্মদ আবদুল করিম

বিদায় রমজান

–মুহাম্মদ আবদুল করিম

তোমার আগমন–প্রস্থান
খানিকটা আনন্দের; বাকীটা অভিমান!
সেদিন তো এলে—
যখনই বিদায় নিয়েছিলো মাহে শাবান।
উন্মুক্ত করে রহমতের দ্বার
আসমানি বার্তার সমাহার—
আজ বিদায়ের ঢংকা বাজিয়ে করেছো হাহাকার!
এনেছো সিয়াম, কিয়াম, তেলাওয়াতে কুরআন;
অশ্রুর খাঞ্চা ভরে আজ বিদায় মাহে রমজান!