চিঠিপত্র

ভালোবাসি বাংলাদেশ

ভালোবাসি বাংলাদেশ

নূর বিন আলী

 

ভালোবাসি বাংলাদেশ!
ভালোবাসবো চিরকাল!
তোমারি বুকে জন্ম মোদের
তোমাতেই দেখেছি প্রথম সূর্য সকাল।

 

 

তোমায় দেখে ঘুমাই মোরা,
তোমায় দেখে হয় সকাল।
ভালোবাসি বাংলাদেশ!
ভালোবাসবো চিরকাল!

তোমার কোলেই বাড়িয়াছি মোরা,
তোমার কোলেই জুড়ায় প্রাণ।
তোমারি রূপের বাহার দেখে-
লিখিয়াছি কতো কবিতা-গান।
ভালোবাসি বাংলাদেশ!
ভালোবাসবো চিরকাল!

তোমার গিরি-নদীর রূপে-
মুগ্ধ প্রেমিক মোরা চিরকাল।
তোমাকে লভিয়াছি হে রূপের রানী,
তোমাতেই উড়ায়েছি নবজীবন পাল।
ভালোবাসি বাংলাদেশ!
ভালোবাসবো চিরকাল!

তোমার স্বাধীনতার তরে-
বুকের তাজা রক্ত দিয়ে,
তোমার ছেলেরা রচনা করেছি মহাকাল।
তুমি অনিন্দ্য, তুমি আনন্দ,
গ্রহণ করো লাল-সবুজের সালাম!
ভালোবাসি বাংলাদেশ!
ভালোবাসবো চিরকাল!