রাউজান

রাউজানে কুঁড়েঘরের উদ্যোগে কলেজ ও বিশ্ববদ্যালয়ে ভর্তি সহায়ক সেমিনার

কায়েছ উদ্দিন, রাউজান

শিক্ষা জীবনের টার্নিং পয়েন্ট খ্যাত এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তার জন্য স্বপ্নঘোর নামে চট্টগ্রামের রাউজানে একটি সেমিনার আয়োজন করেছে সামাজিক, সেচ্ছাসেবী ও শিক্ষামূলক সংগঠন কুঁড়েঘর বাংলাদেশ।

গতকাল শনিবার দুপুরে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারস্থ মকবুল টাওয়ারে অনুষ্ঠিত এ সেমিনারে কয়েকশ ছাত্র-ছাত্রী অংশ নেয়। কুঁড়েঘর বাংলাদেশ এর সমন্বয়ক কাজী মুহাম্মদ কায়েছ উদ্দিনের সভাপতিত্বে এ সেমিনারে উদ্বোধক ছিলেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন।

 

সংগঠনটির পাঠশালা সমন্বয়ক আবরার মাহতাব খোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ রোকন উদ্দিন। অনুষ্ঠানে আলোচক ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ইংরেজি লেকচারার মুহাম্মদ মিজানুর রহমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আদনান তাহসান আলমদার। বিশেষ অতিথি ছিলেন আল হামিদ জুয়েলার্সের স্বত্বাধিকারী মুহাম্মদ জিয়াউর রহমান, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম, কুঁড়েঘর বাংলাদেশের পরিচালক আব্দুল্লাহ আল রোমান, ছাত্রনেতা মুহাম্মদ সালাহ উদ্দিন, আব্দুস ছাত্তার, সংগঠনের অডিটর রবিউল হুসাইন সুমন, অডিটর এনামুল হক মুন্না।

 

এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সমন্বয়ক রাসেল উদ্দিন মিরাজ, সহ-সমন্বয়ক আজিজুর রহমান, আনিছুল মোস্তাফা, জোনাইদুল হক রিদয়, মুহাম্মদ আনোয়ার হোসেন সাকিব,উরমিতা খানম, তাসনিয়া আকতার রনি, উম্মে হাবিব নাসরিন, সালমা আকতার, ডেজি আকতার,মাওয়া, চিদ্রাতুল মুনতাহা, নাজমুন নাহার,নাসরিন সুলতানা,ইমু আকতার,সায়মা,মিনহাজুর ইসলাম,কাজী আসিফ, রাহুল দে, মুহাম্মদ ওসমান, কাশবির উদ্দিন, ফরহাদ ফাহিম,কাজী হায়াত,ফোরকান, মুহাম্মদ নজরুল, মুহাম্মদ পারভেজ, হিমেল ভট্টাচার্য, ফয়সাল কোরাইশি, ফোরকান কোরাইশি, ফরহাদ, আরমগীর শাহ, মোজাম্মেল হোসেন,মুহাম্মদ এহেসান, তানবির,ইয়াছিন শুভ,আনিস নিজাম,নাহিদুল ইসলাম ইমন, রিদোয়ান, মুহাম্মদ রাফি, মোরশেদুল হক।