গাউসিয়া-কমিটি-বাংলাদেশ

মানবতার বাস্তব উদাহরণ গাউসিয়া কমিটি বাংলাদেশ -রাউজানে সালানা ওরশে মাওলানা নেজামী

নিজস্ব প্রতিবেদক

পবিত্র শাহাদাতে কারবালার স্মরণ, ত্রিশপারা দরূদ শরীফ মজমুয়ায়ে সালাওয়াতে রাসূলের প্রণেতা খাজা আবদুর রহমান চৌহরভী (রহ:), বাণীয়ে জামেয়া সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহ:) ও বাণীয়ে গাউসিয়া কমিটি হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ:)’র সালনা ওরস মোবারক গতকাল (১৩ই আগস্ট) শুত্রবার গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান হাজীপাড়া শাখার ব্যবস্থাপনায় খানকাহ্-এ- কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউসিয়া ও বৃক্ষরোপণ।

 

সংগঠনের সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন হোসাইন হায়দরী।

 

উদ্বোধনী বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সুলতানপুর (দক্ষিণ) সভাপতি আলহাজ্ব নুরুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন খানকাহ্-এ কাদেরীয়া তৈয়্যবীয়া, তাহেরীয়ার পরিচালনা কমিটির সদস্য জনাব মোঃ সাইদুল ইসলাম।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাউজান ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম নেজামী আল কাদেরী। তিনি বলেন, ৬১ হিজরির শাহাদাতে কারবলা ইসলামকে বিজয় এনে দিয়েছে। এ বিজয় ইমামে হুসাইনের। এ বিজয়ে মিশে রইছে ছয়মাসের শিশু আলী আজগরের পবিত্র রক্ত। কিয়ামততক ইসলামি সূর্যের নাম ইমাম হুসাইন ও নবী পরিবার। তিনি আরও বলেন, মানবতার জীবন্ত সংজ্ঞা গাউসিয়া কমিটি বাংলাদেশ। করোনার ক্রাইসিস মুভমেন্টে গাউসিয়া কমিটি প্রত্যাশার বাতিঘর হয়ে আলো দিয়ে যাচ্ছে সবধরনের মানুষকে। শত বছরের ইতিহাসে দরবারে সিরিকোট মানুষকে শুধু দিয়েই গেছেন। নিয়ে যাননি কিছুই। দেখিয়ে গেছেন দ্বীনের সহজ সরল পথ। নিয়ে গেছেন সফলতার বন্দরে। দরবারে সিরিকোটের প্রাণপুরুষ কুতুবুল আউলিয়া শাহানশাহে সিরিকোট ও গাউসে জামান তৈয়ব শাহ (রহ.)’র কাছে মুসলিম মিল্লাত ঋণী।

 

এতে বিশেষ বক্তা ছিলেন সুলতানপুর (দক্ষিণ) গাউসিয়া কমিটির দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা আহমদুল ইসলাম কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব রুহুল আমিন চৌধুরী, আবদুর রহমান পাভেল, আবু তাহের সওদাগর, ওমর ফারুক, মাওলানা মহিউদ্দিন কাদেরী, ইমতিয়াজ জামাল নকিব।

 

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবদুল আউয়াল সুজন, মাহমদুল ইসলাম নিশান, জোবায়ের হোসেন রাকিব, সাব্বির হোসেন, তাজুল ইসলাম, জহুর আলম, মাওলানা রিয়াজ, মুহাম্মদ ইলিয়াছ, আরফানুল ইসলাম, সাকিব হোসেন, মুহাম্মদ ইমতিয়াজ, মুহাম্মদ আরফাত, জাহেদ হোসেন, হাফেজ নাঈম, ছেফায়েত আলভী, আবু শাকের, নুরুল আমিন অপু, সজিব, রুবায়েত, শাওন, ইব্রাহীম, সায়মন প্রমুখ।