ঢাকা

রাজধানীতে যুবসেনার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

মিজানুর রহমান মুন্না, নিজস্ব প্রতিবেদক

ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে যুবকরা মাদকে জড়িয়ে পড়েছে উল্লেখ করে মাদক থেকে দেশের যুবসমাজকে রক্ষায় সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী যুবসেনার নেতারা।

শুক্রবার (২৫ জুন) বিকেলে রাজধানী পল্টনের ফটো জার্নালিস্ট অ‌্যাসোসিয়েশন মিলনায়তনে সংগঠনটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তারা এ দাবি জানান।

যুবসেনার ঢাকা মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসউদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুফিয়ান খান আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ফ্রন্টের যুগ্ম সাংগঠনিক সচিব সৈয়দ মোজাফফর আহমদ মোজাদ্দেদী। প্রধান বক্তা ছিলেন গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক।

আবু সুফিয়ান আল কাদেরী বলেন, ‘যুবসমাজ আজ মাদক সেবন, ছিনতাইসহ নানা অপকর্মে ধ্বংস হয়ে যাচ্ছে। ধর্মীয় ও নৈতিক জ্ঞানের অভাবে তাদের আজ এ অবস্থা। যুবসমাজকে বাঁচাতে হবে। যুবসম্পদে পরিণত করতে ধর্মীয় ও নৈতিক জ্ঞানের পাশাপাশি সরকারকে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুবসেনার নেতারা বলেন, ‘কর্মসংস্থানের অভাবে দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে। তারা জড়িয়ে পড়ছে নানা অপকর্মে। দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা না হলে বড় ধরনের বিপর্যয় হবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রন্ট নেতা মুহাম্মদ আবদুল হাকিম, যুবসেনার অ‌্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান, সৈয়দ মুহাম্মদ আবু আজম, অধ্যক্ষ আবু নাসের মোহাম্মদ মুসা, মুহাম্মদ মারুফ রেজা, মাওলানা জয়নুল আবেদীন কাদেরী, মাওলানা আবদুল মোস্তফা রাহিম আল আজহারী, অ‌্যাডভোকেট মুহাম্মদ হেলাল উদ্দিন, অধ্যক্ষ হাবিবুর রহমান, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি, মোহাম্মদ সাহাব উদ্দিন মীর, কাজী মুহাম্মদ জসিম উদ্দিন নূরী, মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ কবির হোসাইন, শেখ মুহাম্মদ বোরহান উদ্দিন রেজা, হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ রিদওয়ান আহমদ, মুহাম্মদ আনোয়ার হোসাইন, রেহানে মুস্তফা প্রমুখ।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করে ইসলামী যুবসেনা। র‌্যালিটি পল্টন ঘুরে ফটোজার্নালিস্ট অ‌্যাসোসিয়েশনে গিয়ে শেষ হয়।