কর্মের মাধ্যমে ধর্মীয় অনুশাসন বাস্তবায়নে আছে প্রকৃত মুমিন হওয়ার শিক্ষা
নিজস্ব প্রতিবেদক

স্বেচ্ছাসেবী সংগঠন সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ
দেশের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশনের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ গতকাল (জুমাবার) বিকেলে সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম নগরীর মুরাদপুর পয়েন্টে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সিনিয়র যুগ্ম- মহাসচিব অধ্যক্ষ আল্লামা স উ ম আবদুস সামাদ।
সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলাম ফারুকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহেদুল ইসলাম মুন্নার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি আব্দুন নবী কাদেরী, বাংলাদেশ ইসলামী যুবসেনার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাও.নুরুল্লাহ রায়হান খান, যুবসেনার কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নুরের রহমান রনি,ছাত্রসেনা দক্ষিণ জেলার সহ- সাধারণ সম্পাদক মুরাদ হাসান পারভেজ, চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মঈন উদ্দীন কাদেরি,অত্র সংগঠনের সিঃ সহ সভাপতি সাইদুল আলম পারভেজ, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম মুন্না, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হাসান চৌধুরী, সহকারী দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক এইচ এম আবসারুণ নাঈম মুন্না, যুগ্ম আহ্বায়ক আবদুল আল মিনহাজ মাহিন,সচিব মাহমুদুর রহমান, রবিউল ইসলাম মুন্না,গোলাম রব্বানী, আরফাদুল ইসলাম মুন্না, সাইজ বিন ফারুকী,আরিফ হোসাইন, আশরাফুজ্জামান, সাদিদ হোসেম নয়ন, আসাদুজ্জামান প্রমুখ।
এ সময় সংগঠনের সভাপতি রবিউল ইসলাম ফারুকী বলেন, প্রতিবছরে রমজানে অসহায় সুবিধাবঞ্চিত রোজাদার মানুষের পাশে থাকতে পেরে আমরা গর্ববোধ করছি। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে স্বেচ্ছাসেবী সংগঠন সেনানী ব্লাড ডোনার্স এসোসিয়েশন।