গাউসিয়া-কমিটি-বাংলাদেশ

www.senaninews.com/সংগঠন/গাউসিয়া-কমিটি-বাংলাদেশ/আলমগীর-খানকায়-বড়পীর-আব/

প্রেস বিজ্ঞপ্তি

হজরত বড়পীর আবদুল কাদের জিলানী (রহ.) এর ৯৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি আনজুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন বলেন, গাউসে পাকের বেলাদতের মাধ্যমে ইসলাম আবারও পুনরুজ্জীবন লাভ করেছিল। ইসলামের সঠিক আক্বিদা ও বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, ইসলামকে রক্ষায় গাউসেপাকের ভূমিকা অবিস্মরণীয় হয়ে আছে। তিনি বেলায়তের সর্বোচ্চ মার্গের অধিকারী গাউসুল আজম ও বড়পীর নামেই খ্যাতি অর্জন করেছেন। গাউসে পাকের প্রতিষ্ঠিত ত্বরিকা সিলসিলায়ে আলিয়া পৃথিবীর অন্যতম প্রধান ত্বরিকা হিসাবে সুপ্রতিষ্ঠিত। 

গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনারের সভাপতিত্বে নগরীর ষোলশহর আলমগীর খানকায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আনজুমানের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়ার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মোহাম্মদ অসিয়র রহমান আল কাদেরী, নুরুল আমিন। যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের মহাসচিব শাহজাদ ইবনে দিদার, মাহবুবুল হক খান, আহসান হাবিব, এরশাদ খতিবী, অধ্যাপক মৌলানা মোহাম্মদ ইলিয়াস, মৌলানা আবুল কাসেম তাহেরী, মৌলানা সোহেল আনসারী প্রমুখ।